হ্যাকড হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। টুইটারে তার পাসওয়ার্ড ছিল maga2020। এটি তার রাজনৈতিক স্লোগান আমেরিকাকে আবার মহান করো (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) এর সংক্ষিপ্ত রূপ।
নেদারল্যান্ডের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেছে। গত অক্টোবরে ট্রাম্পের অ্যাকাউন্ট হ্যাক হয়। তখন হোয়াইট হাউজ ও টুইটার কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছিল।
ভিক্টর গিভার্স (৪৪) নামের এক হ্যাকার ১৬ অক্টোবর ট্রাম্পের @realDonaldTrump অ্যাকাউন্টে প্রবেশ করেন। ২০১৬ সালেও তিনি আরও দুই হ্যাকার মিলে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করেছিলেন। তখন ট্রাম্পের পাসওয়ার্ড ছিল “yourefired” । এ শব্দগুলো ট্রাম্প উপস্থাপিত জনপ্রিয় টিভি শো দ্য অ্যাপ্রেন্টিসের বহুল ব্যবহৃত শব্দ।
বিডি প্রতিদিন/ফারজানা