ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ১০০ বছরে অন্য দেশের সাথে ভারতের সম্পর্ক মজবুদ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ)। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা ভারতের সংস্কৃতির বাহক।
মঙ্গলবার এএমইউ’র শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মোদি বলেন, ‘বিশ্বে সফরে গিয়ে আমার সাথে প্রায়শই এএমইউ’র সাবেক শিক্ষার্থীদের দেখা হয়, যারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে গর্বিত বোধ করেন। আজ এই বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষালাভ করছেন, তারা ভারতের এবং গোটা বিশ্বের শতাধিক সেরা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতরা বিশ্বের যেখানেই থাকুক না কেন তারা ভারতের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে চলেছেন।’
তিনি আরও বলেন, গত ১০০ বছর ভারতের সাথে বেশ কয়েকটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুদ হয়েছে। এর পেছনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অন্যতম অবদান রয়েছে।
এএমইউ-কে ভারতের ক্ষুদ্র সংস্করণ হিসেবে তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন ‘এএমইউ’র বৈচিত্র্য কেবল বিশ্ববিদ্যালয়ের শক্তিই নয় বরং গোটা দেশের শক্তি। এই শক্তি সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি এবং তাকে কোনোভাবেই দুর্বল না করার প্রচেষ্টাও আমাদের চালিয়ে যেতে হবে।’
মোদির অভিমত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে রাজনৈতিক চশমা দিয়ে দেখা উচিত নয়। আর দেশের অগ্রগতির প্রসঙ্গে আদর্শগত মত-পার্থক্যকে অগ্রাধিকার দেওয়া চলবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন ‘দেশের উন্নয়নের লক্ষ্যে আমরা যখন একত্রিত হই, তখন কিছু অংশ নেতিবাচক মানসিকতা প্রদর্শন করে। কিন্তু নতুন ভারতের লক্ষ্য অটুট থাকলে সেই অংশ অনুৎসাহিত হয়ে পড়বে।’
বিডি প্রতিদিন/এমআই