হংকংয়ে জতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় স্থানীয় সময় বুধবার সকালে কমপক্ষে ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাদিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে বলেন, সকালে অভিযান চালিয়ে ৫০ জনের মতো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
হংকং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলা হয়, গত বছর লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনের জন্য গণতন্ত্রীপন্থী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোট দেওয়ায় বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে হংকংয়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।
তবে এই ধরপাকড় সম্পর্কে হংকং পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ