জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ারনোক জয় পেয়েছেন। জর্জিয়ার সিনেটর হিসেবে জয় পাওয়া তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান। আজ বুধবার দুপুরে ফিন্যান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করেছে।
রাফায়েল ওয়ারনোকের এ জয়ের ফলে সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি। এতে সংসদের উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে ৪৯টিতে ডেমোক্রেট ও ৫০টি আসন রিপাবলিকানদের হাতে।
ভোটগণনার পর অপর আসনেও ডেমোক্রেটরা জয় পেলে সমতা ফিরবে মার্কিন সিনেটে।