৭ জানুয়ারি, ২০২১ ০৯:৪৫

২০০ বছর পর ফের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আগ্রাসন, এর আগে কারা হামলা চালিয়েছিল?

অনলাইন ডেস্ক

২০০ বছর পর ফের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আগ্রাসন, এর আগে কারা হামলা চালিয়েছিল?

মার্কিন পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল হিল) নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি। 

বুধবার আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় সংঘাতের সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হল।

১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর