ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী হঠকারিতার কারণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। ওই দুঃখজনক ঘটনার এক বছর পূর্ণ হওয়ার আগে আইআরজিসি এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে। খবর পার্সটুডের।
বুধবার প্রকাশিত বিবৃতিতে উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের এ হঠকারী আচরণের কঠিন প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান অনিচ্ছাকৃত ভুলের কারণে আইআরজিসি’র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়।
ইরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরের ওই ঘটনায় বিমানটির ১৬৭ যাত্রী ও নয় ক্রুর সবাই প্রাণ হারায়। বিমানটির বেশিরভাগ যাত্রী ছিলেন ইরানি এবং বাকি ৩২ যাত্রী ছিলেন কানাডা, আফগানিস্তান, ইউক্রেন, ব্রিটেন ও সুইডেনের।
বিডি-প্রতিদিন/শফিক