যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে নজিরবিহীন সহিংস হামলা চালিয়েছে ট্রাম্পের সমর্থকেরা। বুধবার ক্যাপিটল হিলে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেয়ার লক্ষে যখন যৌথ অধিবেশন চলছিল তখনই উচ্ছৃঙ্খল জনতা এই তাণ্ডব চালায়। এ হামলাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টারও অভিযোগ উঠেছে। এতে প্রেসিডেন্ট ট্রাম্প অভ্যুত্থান ঘটাচ্ছেন বলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর বাসসের।
এর আগে, নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার দাবি জানিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী সমাবেশের কিছু সময় পরেই পতাকা হাতে একদল উচ্ছৃঙ্খল লোক ব্যারিকেড ভেঙে ক্যাপিটল হিলে ঢুকে পড়ে। তারা ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভবনের ভেতরে গোলাগুলি হয়। এ সময়ে একজন নারী প্রাণ হারায়। অনেকেই আহত হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি একে ‘বিদ্রোহ’ হিসেবেও উল্লেখ করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক