মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সচিব চ্যাড ওলফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দফতরে চিঠি পাঠিয়ে তিনি এ ঘোষণা দেন।
নতুন সরকার ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের নেতৃত্ব গঠিত হবে নতুন সরকার। গত সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই হামলা ও করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে বাইডেনের অভিষেক অনুষ্ঠান করা হবে সীমিত পরিসরে।
পদত্যাগের বিষয়ে উলফ বলেছেন, এমন পদক্ষেপ নেওয়ার জন্য আমি ব্যথিত। আমি এই প্রশাসনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করতে চেয়েছিলাম। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক আমার স্থলাভিষিক্ত হবেন।
শুধু চ্যাড ওলফই নন, পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের শিক্ষা সচিব বেটসি ডিভোস ও পরিবহন সচিব ইলেইনি চাও।
বিডি প্রতিদিন/ফারজানা