চীনে একটি স্বর্ণখনিতে বিস্ফোরণ ঘটেছে। এতে সেখানে তাকা ২২ জন শ্রমিক মারা যাওয়া আশঙ্কা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের শিচেং এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার চীনের শিনহুয়া নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। খনিতে বিস্ফোরণের সময় ২২ জন শ্রমিক সেখানে আটকা পড়েন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও আটকেপড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে ওই শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে সবাই চিন্তিত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ