আগামী ২০ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ওই পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তারা ট্রাম্পকে ক্ষমতাচ্যূত সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবের ওপর স্থানীয় সময় বুধবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
আজ বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত সপ্তাহে ট্রাম্পের উসকানিতে তার হাজার হাজার ভক্ত সংসদ ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়ে তাণ্ডব চালান- এ অভিযোগে তাকে সরিয়ে দিতে চাইছে ডেমোক্রেটরা। ওই তাণ্ডব ও সহিংসতার কারণে প্রাণ হারিয়েছিলেন ৫ জন।
এর আগে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসিকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছিলেন, তিনি ট্রাম্পকে সরাতে আইন সংশোধনের পক্ষে নন।
ওই চিঠির পরও মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে সরিয়ে দিতে প্রস্তাব পাশ হয়েছে।