মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দিতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করবেন না বলে স্পিকার ন্যান্সি পেলোসিকে জানিয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে সিনেটে এর মধ্যেই চারজন রিপাবলিকান নেতা ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ট্রাম্পকে অভিসংশন করা হলে তাকে দল থেকে বাদ দেওয়াও সহজ হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটের কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে পেলোসিকে এক চিঠিতে পেন্স বলেন, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ২৫তম সংশোধনী কার্যকর করবেন না। তিনি আরও বলেন, এটি ভয়ংকর নজির তৈরি করবে।
পেন্সের চিঠি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটে ট্রাম্প সরিয়ে দেওয়া সংক্রান্ত সেই প্রস্তাব পাশও হয়েছে ২২৩-২০৫ ভোটে।
বিডি প্রতিদিন/ফারজানা