আসছে ২০ জানুয়ারি শপথ নেবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রসিডেন্ট কমলা হ্যারিস।
এই শপথের পর থেকেই টুইটারে সরকারিভাবে আমেরিকার ‘সেকেন্ড জেন্টলম্যান’ উপাধি পেতে যাচ্ছেন কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ, যা মার্কিন ইতিহাসে প্রথম।
কমলা আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই ইতিহাস তৈরি করেছেন। এবার তার স্বামীও ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়।
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ পেশায় আইনজীবী। প্রথমবারের জন্য একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট পেতে চলেছেন তিনি।
এখন পর্যন্ত এমহফের নতুন টুইটার অ্যাকাউন্টে চার লাখ ৮০ হাজার ফলোয়ার আছে। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও দ্রুত বাড়বে বলেই মনে করা হচ্ছে।
একটি মাইক্রোব্লগিং সাইট চালান এমহফ। সেখানে তার পরিচয়ে লেখা, ‘ভবিষ্যতের সেকেন্ড জেন্টলম্যান, দায়িত্ববান পিতা ও আমেরিকার ভাইস প্রেসিডেন্টের গর্বিত স্বামী।’ সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম