১৮ জানুয়ারি, ২০২১ ১২:০৯

ট্রাম্পের শেষ ইচ্ছাকে পাত্তা দিলো না পেন্টাগন

অনলাইন ডেস্ক

ট্রাম্পের শেষ ইচ্ছাকে পাত্তা দিলো না পেন্টাগন

ডোনাল্ড ট্রাম্প সামরিক মহড়ার মাধ্যমে সম্মানজনক বিদায় নিতে চেয়েছিলেন। তবে বিদায়ী প্রেসিডেন্টের ইচ্ছায় সাড়া দেয়নি  দেশটির সামরিক বাহিনী। খবর সিএনএন।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রাম্প চেয়েছিলেন বাইডেনের শপথের কিছুক্ষণ আগে তাকে যেন সামরিক বাহিনী মহড়ার মাধ্যমে সম্মানজনক বিদায় দেওয়া হয়। যেখানে তার হাজার হাজার সমর্থক উপস্থিত থাকবেন।

প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দুইজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পেন্টাগন এ ধরনের আয়োজনে অংশ নেবে না।

এদিকে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া সতর্কতা নেওয়া হয়েছে। দেশটির ৫০টি রাজ্যের রাজধানীতে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ হওয়ার শঙ্কায় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা রক্ষী।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর