চীনের সোনার খনিতে এক সপ্তাহ আগে বিস্ফোরণের ঘটনার পর ভূগর্ভে আটকে পড়া ১২ জন শ্রমিক এখনও বেঁচে আছেন- উদ্ধারকারীরা এমনটাই বলেছেন। শ্রমিকরা প্রবেশদ্বার থেকে প্রায় ৬০০ মিটার নীচে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এ ব্যাপারে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সাত দিন পরে আটকে পড়া শ্রমিকরা উদ্ধারকারীদের কাছে একটি নোট পাঠাতে সক্ষম হয়েছিল। তবে বিস্ফোরণের পরে নিখোঁজ আরও ১০ জন খনি শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
এর আগে গত ১০ জানুয়ারি ২২ জন খনি শ্রমিক পূর্ব চীনের শানডং প্রদেশের ইয়ানতাইয়ের নিকটে হুশান খনিতে আটকা পড়ে। একটি বিস্ফোরণে নির্মানাধীন খনিটির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ