ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের করোনা টিকাদান কর্মসূচি চালু করার জন্য অভিনন্দন জানিয়েছেন। শনিবার টুইটারে লোটে বলেন, আমি আজ ভারতব্যাপী করোনা টিকাদানের যুগান্তকারী কর্মসূচি শুরু করার জন্য নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে অভিনন্দন জানাতে চাই। তিনি আরো বলেন, আমরা আশা করি যে এই মহামারিতে যে পরিমাণ কষ্ট আমরা সহ্য করেছি, এটি সে কষ্টের সমাধান করবে।
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহামারি বন্ধে টিকা অভিযান শুরু করেন। এর মাধ্যমে ভারত বিশ্বের বৃহত্তম কভিড-১৯ টিকাদান কর্মসূচি হাতে নিল। করোনায় এ পর্যন্ত ভারতে এক কোটি পাঁচ লাখ ৪২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। দেশটিতে মারা গেছে, এক লাখ ৫২ হাজারের বেশি।
ডিজিটাল মাধ্যমে দেশবাসীকে উদ্দেশ করে মোদি বলেন, ভারত খুব অল্প সময়ে দুটি 'মেড-ইন-ইন্ডিয়া' টিকা তৈরি করতে সক্ষম হয়েছে। যা তৈরিতে সাধারণত কয়েক বছর সময় লাগে।
সূত্র: আইএএনএস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ