১৮ জানুয়ারি, ২০২১ ১৮:১৬

এবার গুজরাটেও লাভ-জিহাদ বিরোধী আইন পাসের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

এবার গুজরাটেও লাভ-জিহাদ বিরোধী আইন পাসের পরিকল্পনা

প্রতীকী ছবি

ভারতে বিয়ের মাধ্যমে ধর্মান্তর ঠেকানোর পরিকল্পনা চলছে গুজরাটেও। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য এটি।  গণমাধ্যমের খবর, জোরপূর্বক বা কৌশলে হিন্দু নারীদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা বন্ধে নতুন আইন করতে চায় রাজ্য সরকার। যদিও তা গুজরাটের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আইনের সাথে সাংঘর্ষিক। ২০০৩ সালের আইনটিতে কথিত ‘লাভ জিহাদ’ বিষয়ক নতুন একটি ধারাও যুক্ত হতে পারে।

বিদ্যমান আইনে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে অপরাধ প্রমাণে ৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। হিন্দু নারীদের ইসলাম ধর্ম গ্রহণ করাতে প্রেমের ফাঁদে ফেলছেন মুসলিম পুরুষরা- এমন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতে।

লাভ-জিহাদ বিরোধী আইনটি কী?

‌‘বলপূর্বক’ বা ‘জালিয়াতি’ করে ধর্মান্তরিত করা বন্ধ করার জন্য ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তর প্রদেশ গত বছরের নভেম্বরে এই আইন পাস করে। অর্ডিন্যান্সটিতে বলা হয়েছে, এই ধরনের ধর্মান্তরের প্রমাণ পাওয়া গেলে সেই বিয়ে ‘শূন্য’ বা বাতিল বলে বিবেচিত হবে।

যারা সেই ধর্মান্তর করাবেন, সেই দোষী ব্যক্তিদের আর্থিক জরিমানা ও সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডও হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর