জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শপথ নিতে চলেছেন জো বাইডেন। এরই মধ্যে অভিষেকের আগে গির্জায় বিশেষ প্রার্থনায় যোগ দিলেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
জানা গেছে, মেরিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী ভাষণের পর গির্জার উদ্দেশে রওনা দেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রথম ক্যাথলিক প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি।
এদিকে, খুবই অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস।
শপথ নেওয়ার পর পরই উদ্বোধনী ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ধারণা করা হচ্ছে, জো বাইডেন ২০ মিনিট সময় ধরে ভাষণ দেবেন।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/শফিক