২৭ জানুয়ারি, ২০২১ ১১:১২

বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে সহযোগিতা চাইলেন শি জিনপিং

অনলাইন ডেস্ক

বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে সহযোগিতা চাইলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাভোস ভার্চুয়াল বৈঠকে বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করতে সবার সহযোগিতা চেয়েছেন। করোনার কারণে এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক ভার্চুয়াল হচ্ছে। খবর ডয়েচে ভেলের।

সাত দিনের এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, করোনার পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। এ নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট নয়। সবার সহযোগিতায় বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব। 

শি জিনপিং বলেন, নতুন ঠাণ্ডা যুদ্ধ শুরু করলে, অন্যদের ভয় দেখালে, হুমকি দিলে বা অন্যদের কথা খারিজ করে দিলে, বিশ্বে বিভাজন বাড়বে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর