মহামারি করোনার বছরেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনীতিতে শীর্ষে ছিল ভিয়েতনাম। করোনা মহামারির মধ্যেও দেশটির অর্থনীতি ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে প্রায় ৩ শতাংশ সম্প্রসারিত হয়েছে বলে এক পরিসংখ্যানে জানানো হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ভিয়েতনাম সরকারও একই পরিসংখ্যান তুলে ধরেছে। বলা হয়েছে, মহামারির বছরে সারা বিশ্ব কঠিন মন্দার মুখে থাকলেও ভিয়েতনামের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এই হিসাবে অর্থনীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ অবস্থানে ছিল ভিয়েতনাম।
চলতি বছরে ব্যাংক অব আমেরিকা প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে জানিয়েছে, ভিয়েতনামে ২০২১ সালে ৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে।
বিডি-প্রতিদিন/শফিক