মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবার স্বামীর অভিবাসন নীতি বাস্তবায়নে কাজ করবেন। তিনি ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে আলাদা হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনে উদ্যোগী হচ্ছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে একথা জানানো হয়। খবর এএফপির।
জানা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণা প্রতিশ্রুতি অনুযায়ী এসব পরিবার ও শিশুদের পুনরায় একত্রকরণের বিষয়ে মঙ্গলবার তার একটি টাস্ক ফোর্স চালু করার বিষয়ে ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে তিনি ও তার স্ত্রী ড. বাইডেন ব্যক্তিগতভাবে কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।
উল্লেখ্য, শিক্ষায় ডক্টরেট করেছেন ৬৯ বছর বয়সী জিল বাইডেন। তার স্বামী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ওয়াশিংটনের কাছাকাছি কোন একটি ইউনিভার্সিটিতে শিক্ষাকতার পরিকল্পনা করছেন।
বিডি-প্রতিদিন/শফিক