গোপন গোয়েন্দা তথ্য জানার অধিকার পান সাবেক মার্কিন প্রেসিডেন্টরা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তার সেই প্রাপ্য দিতে নারাজ প্রেসিডেন্ট জো বাইডেন। খবর টিভিনাইনের।
গতকাল শুক্রবার বাইডেন জানিয়েছেন, ট্রাম্পকে গোপন গোয়েন্দা তথ্য জানানোর কোনও দরকার নেই। হাউসে আগেই ইমপিচড হয়েছেন তিনি, কয়েক দিনের মধ্যে সিনেটেও আসবে ইমপিচমেন্ট প্রস্তাব।
সেই সিদ্ধান্তের আগেই ট্রাম্পকে গোপন গোয়েন্দা তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করলেন বাইডেন।
গোটা বিশ্ব মার্কিন ক্যাপিটলে ট্রাম্পপন্থীদের হামলার পর নিন্দায় সরব হয়েছিল। ট্রাম্পের উসকানিকেই মার্কিন সংসদ লন্ডভন্ড করার পিছনে অভিযুক্ত করেছিলেন ডেমোক্র্যাটরা। তারপরই ট্রাম্পকে ইমপিচ করতে উঠে পড়ে লেগেছে ডেমোক্র্যাট শিবির।
এছাড়া ক্যাপিটল হামলায় প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের আচরণকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বাইডেন। ট্রাম্পের আচরণকে ‘খামখেয়ালি’ বলেও কটাক্ষ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/শফিক