ভারতে লাল কেল্লায় সহিংসতার অভিযোগে জড়িত থাকার অভিযোগে অভিনেতা ও রাজনৈতিক কর্মী দীপ সিধু গ্রেফতার হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে (গত ২৬ জানুয়ারি) ট্রাক্টর শোভাযাত্রা করে কৃষকরা। সেসময় কিছু কৃষক লাল কেল্লায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের ভেতর ঢুকে পড়ে। দীপ সিধু তাতে ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, অভিযুক্ত দীপ সিধু ও আরও তিনজনকে ধরতে ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে গত বছরের নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিল্লি সীমান্তে অবস্থান নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ফারজানা