মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে দেশটির রাজপথে হাজার বিক্ষোভকারীদের সামনে ক্রমেই মারমুখী হচ্ছে সামরিক সরকার। বিক্ষোভের প্রথম তিন দিন চুপ থাকলেও চতুর্থ দিনে জলকামান এবং গতকাল পঞ্চম দিনে রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। তবে সামরিক সরকারের চোখ-রাঙানি উপেক্ষা করে রাজপথে প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা।
রাজধানী নেপিডোয় গতকাল বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। গতকাল বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিকে বিক্ষোভ দমাতে নতুন কিছু বিধি-নিষেধ আরোপ করে সামরিক সরকার। নতুন বিধি-নিষেধ অনুযায়ী কয়েকটি শহরে গণজমায়েত করা যাবে না। এ ছাড়া এসব শহরে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে কারফিউ।
সামরিক অভ্যুত্থানের প্রায় এক সপ্তাহ পর সার্বিক বিষয় নিয়ে গতকাল গণমাধ্যমে কথা বলেছেন সেনাপ্রধান মিন অং লাইং। তার পুরো বক্তব্য ছাপা হয়েছে রাষ্ট্রায়ত্ত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায়। সেখানে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করলেও এই ইস্যু নিয়ে কথা বলেন তিনি। লাইং বলেন, 'দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে গৃহহীন লোকজনকে যেভাবে বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার কথা ছিল, তা অব্যাহত থাকবে। ১৯৮২ সালের নাগরিকত্ব অনুযায়ী তাদের ফেরার অনুমোদন দেওয়া হবে। এছাড়া, মিয়ানমারের অভ্যন্তরে অস্থায়ী শিবিরে থাকা জনগোষ্ঠীর পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত থাকবে'। তবে মিয়ানমারের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কিছু করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি।
সেনাপ্রধান আরও বলেন, 'নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে'। সেনাপ্রধান দাবি করেন, ২০১১ সাল পর্যন্ত পাঁচ দশক ধরে মিয়ানমারে যে সেনা শাসন চলেছে, এবারের সেনা শাসন তার থেকে ভিন্ন হবে।
এদিকে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উত্খাত করায় মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। বিশ্লেষকরা বলছেন, 'মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কঠোর পদক্ষেপ'। অন্যান্য দেশকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘আমরা এই কঠোর বার্তাই দিতে চাই যে নিউজিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, মিয়ানমার ইস্যুতে তার সবই করা হবে।’
উল্লেখ্য, গত তিন বছরে মিয়ানমারকে প্রায় সোয়া চার কোটি ডলারের সহায়তা দিয়েছে নিউজিল্যান্ড।
সূত্র : এএফপি, বিবিসি
বিডি প্রতিদিন / অন্তরা কবির