ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশের ঐতিহাসিক হোশাঙ্গাবাদ জেলার নাম পরিবর্তন করে নর্মদাপুরম করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শুক্রবার নর্মদা জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ সংক্রান্ত ঘোষণা করেন।
গত কয়েক বছর ধরে হোশাঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি জানানো হচ্ছে। হিন্দুত্ববাদী বিজেপি’র পক্ষ ওই নাম পরিবর্তনের জন্য জোরালো দাবি উঠেছিল। হোশাঙ্গাবাদ জেলা মধ্য প্রদেশের অন্যতম একটি প্রধান শহর। ওই জেলাটি পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে মান্দুর (মালওয়া) দ্বিতীয় রাজা সুলতান হুশাঙ্গ শাহ ঘোরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নর্মদা নদীর তীরে অবস্থিত এবং সাতপুরা পর্বতও এখানে অবস্থিত।
গত বছরের ডিসেম্বরে প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা হোশঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। তিনি হুশাঙ্গ শাহকে লুটেরা বলে অভিযোগ করে বলেন, আর কতদিন ধরে হুশাঙ্গ শাহের নামে হোশঙ্গাবাদকে চিহ্নিত করা হবে? হোশঙ্গাবাদ নাম পরিবর্তন করে একে নর্মদাপুর করা উচিত বলে তিনি দাবি জানান।
বিজেপিশাসিত রাজ্যগুলোতে নাম পরিবর্তন করার প্রক্রিয়াটি অবশ্য নতুন নয়। এর আগে বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ‘ইলাহাবাদ’ নাম পরিবর্তন করে ‘প্রয়াগরাজ’ করেছিল। এছাড়া ‘মুঘলসরাই’ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে বিজেপির ম্যারাথন প্রচারণার সময়ে ‘হায়দরাবাদ’-এর নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’ করার ঘোষণা করেছিলেন।
মধ্য প্রদেশে ক্ষমতাসীন বিজেপি নেতারা বেছে বেছে ঐতিহাসিক স্থান এবং শহরগুলোর নাম পরিবর্তন করার চেষ্টা করছেন। মধ্য প্রদেশের রাজধানী ভোপালের ঈদগাহ হিলস, ইকবাল ময়দান, হাবিবগঞ্জ স্টেশন, হোশঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি সম্প্রতি জোরালো হয়ে উঠেছে। সেই সূত্রে এবার রাজ্যের হোশঙ্গাবাদের নাম পরিবর্তন করে নর্মদাপুরম করার ঘোষণা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম