ইরানের পরমাণু অস্ত্র তৈরি করতে না পারা নিশ্চিত করাকে নিরাপদ এবং সর্বোৎকৃষ্ট উপায় হিসেবে দেখছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো। ইরানকে পরমাণু ইস্যুতে বাড়াবাড়ি না করার হুমকি দিলেন তিনি।
হেইকো বলেন, 'পরমাণু ইস্যুতে আগুন নিয়ে খেলছে ইরান। ইরান যতো বেশি যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াবে, ততো বেশি কঠিন হবে সমাধানের পথ।'
তিনি আরও বলেন, 'ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করাই হলো নিরাপদ এবং সর্বোৎকৃষ্ট উপায়। ঐতিহাসিক চুক্তিতে আদৌ যুক্তরাষ্ট্র ফিরবে কিনা- সে ব্যাপারে চলছে আলোচনা। কারণ দিনদিন অসহযোগিতামূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করছে তেহরান। আগুন নিয়ে খেলছে দেশটি।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির