ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের পুরনো নীতি থেকে সরে এসে বেইজিংয়ের উপরে আরও চাপ বাড়িয়েছে বাইডেন প্রশাসন। এতে সরাসরি সংঘাতের পথে না হেঁটে এবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছে শি জিনপিং প্রশাসন।
সম্প্রতি আমেরিকা-চিন সম্পর্ক নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানেই পরিচিত সংঘাতের সুরের বদলে তার গলায় শোনা যায় আপসের আরজি। চীনা শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক দল ও বাণিজ্যিক সংস্থাগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানান চীনা বিদেশমন্ত্রী।
তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি ও রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে কুৎসা বন্ধ করুক যুক্তরাষ্ট্র। হংকং, শিনজিয়াং ও তিব্বতের মতো ইস্যু হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুক দেশটি। চীনা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তাইওয়ানের স্বাধীনতা নিয়ে যুক্তি প্রদর্শন থেকে বিরত থাকুক ওয়াশিংটন। তবে গতানুগতিক কূটনৈতিক তর্কের শেষে আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহী চীন বলেই বার্তা দিয়েছেন ওয়াং।
বিডি-প্রতিদিন/শফিক