২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪২

লাদাখ ইস্যুতে মন্তব্য করে চীনের জনপ্রিয় ব্লগার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

লাদাখ ইস্যুতে মন্তব্য করে চীনের জনপ্রিয় ব্লগার গ্রেপ্তার

২০২০ সালের জুলাই মাসে লাদাখ ইস্যুতে নিহত চীনা সেনাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য করায় জনপ্রিয় এক ব্লগারকে (৩৮) গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। বেইজিং সরকার সেনা নিহতের বিষয়ে কোন মন্তব্য করার আগেই এই ব্লগ করেন তিনি।

ভারত স্বীকার করেছিল, লাদাখে সীমান্ত সংঘাতে তাদের ২০ জন সেনা নিহত হয়েছিল। তবে কয়েকদিন আগে চীন স্বীকার করে যে, সেই ঘটনায় তাদের চারজন নিহত হয়েছিল। এখন পর্যন্ত লাদাখ ইস্যুতে একই অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ।

গ্রেপ্তারকৃত চীনা ব্লগারের পুরো পরিচয় গোপন রেখেছে পুলিশ, তবে তার বংশীয় নাম 'কিউ' বলে প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, সীমান্ত সংঘাত নিয়ে ‘বিদ্বেষপূর্ণভাবে সত্যকে বিকৃত’ করেছেন এই ব্লগার।

গত ১৯ ফেব্রুয়ারি কিউকে গ্রেপ্তার করা হয়। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে তার ২৫ লাখ ফলোয়ার আছে। গ্রেপ্তারের পর উইবো থেকে তার অ্যাকাউন্টটি মুছে দেওয়া হয় বলে জানা যায়, ফলে তার ফলোয়ার সংখ্যা যাচাই করা যায়নি। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি জানায়, 'কিউর অ্যাকাউন্টটি এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।'

 


বিডি প্রতিদিন / অন্তরা কবির
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর