২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২৫

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত সৌদির

অনলাইন ডেস্ক

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত সৌদির

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে রাতের আকাশে হঠাৎ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আওয়াজে রাতের আকাশ হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে। তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমা-ভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সমর্থ হয়েছে সৌদি আরব।

সৌদি আরব জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তারা। রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করা হয়েছে। বিদ্রোহীরা জিজান প্রদেশে ড্রোন হামলা চালালে তাও প্রতিহত করা হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমের একটি শহরের দিকে চালানো ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

দেশটির আল একবারিয়া টিভিতে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ছবি দেখানো হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জোটের মুখমাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি খবরটি নিশ্চিত করেন। তবে হুতিদের তরফ থেকে হামলার ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়,  আয়োজনে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর