২ মার্চ, ২০২১ ১২:০৩

৮০ ঊর্ধ্বদের হাসপাতালে ভর্তির হার ৮০ ভাগ কমায় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার

অনলাইন ডেস্ক

৮০ ঊর্ধ্বদের হাসপাতালে ভর্তির হার ৮০ ভাগ কমায় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়ার পর ৭০ এর বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে সংক্রমণ কমেছে। ৪ সপ্তাহ পর একই বয়সী ব্যক্তিদের উপসর্গসহ করোনা থেকে সুরক্ষার হার ফাইজার-বায়োএনটেকের ক্ষেত্রে  ৫৭-৫১% এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে ৬০-৭৩%। ৮০ এর বয়সী ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার কমানোর ক্ষেত্রে করোনার এ দুটি টিকা  ৮০ ভাগের বেশি কার্যকরী। 

সোমবার প্রকাশিত যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

উপসর্গসহ ব্যাধির ক্ষেত্রে ৮০ বছরের বেশি বয়সী মানুষকে ফাইজার সুরক্ষা দেয় ৪৩ ভাগ এবং মৃত্যুর হার কমায় ৫১ ভাগ। একই বয়সী ব্যক্তিদের জরুরি ভিত্তিতে ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা সুরক্ষা দেয় ৩৭ ভাগ। 

গবেষণায় প্রাপ্ত তথ্য আশাব্যাঞ্জক হলেও নাগরিকদের করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন  
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। 

সূত্র: স্কাই নিউজ

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর