২ মার্চ, ২০২১ ২২:৪৫

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কেন্দ্র করে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ভ্লামিদির পুতিন সরকার। সোমবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ একথা বলেন। খবর পার্সটুডের।

তিনি বলেন, মার্কিন ও ইউরোপীয় ইাউনিয়নের পদক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন যেকোনো ব্যবস্থা নিতে পারে। আমরা জানি না কোন বিষয়টি ওয়াশিংটনের মনোভাবকে প্রভাবিত করবে। তবে আমাদের নীতি সুস্থির, বোধগম্য ও যৌক্তিক। আমরা শেষ পর্যন্ত দেখব কী ঘটে। তারপর আমরা পরিস্থিতির মূল্যায়ন করব কীভাবে আমরা প্রতিক্রিয়া দেখাব।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর