ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনী। তাদের সামনে হাঁটু গেড়ে বসলেন এক নারী। নিজের প্রাণের বিনিময়ে চাইলেন বিক্ষোভকারীদের প্রাণ। ঘটনা মিয়ানমারের উত্তরের শহর মিতকিনায়।
এই শহরের কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাতে গেলে তিনি তাদের প্রাণরক্ষার এই আবেদন জানান। এই নারী একজন ধর্মযাজিকা। তার নাম আন রোজ নো তাওয়াং।
এই ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ট দেশটিতে এখন তার প্রশংসা করছেন অনেকে।
ছবিটিতে দেখা যাচ্ছে, সাদা পোশাক পরা ওই ধর্মযাজিকা। মাথায় কালো কাপড়। হাঁটু গেড়ে দুই হাত মেলে তিনি আকুতি জানাচ্ছেন। এতে করে জান্তা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দুই সদস্যও হাঁটু গেড়ে বসে যান।
আজ মঙ্গলবার (৯ মার্চ) ওই ধর্মযাজিকা এএফপিকে বলেন, “আমি নতজানু হয়েছিলাম ...। তাদের (বিক্ষোভকারীদের) গুলি ও নির্যাতন না করার জন্য অনুরোধ করেছি। তার বদলে আমাকে গুলি করে হত্যা করার জন্য বলেছি।”
সূত্র: স্ট্রেইটস টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ