ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার পেছনে রয়েছে ইহুদিবাদ (জায়নিজম) এবং কয়েকটি আঞ্চলিক পদলেহী সরকার বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
আইআরজিসি'র দুই কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের পর আজ বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেছেন তিনি। ড. রুহানি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে দ্রুত বিজয় অর্জন করতে সক্ষম হব। তিনি আরও বলেন, যারা ইরানকে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করেছে তারাই যখন সরাসরি পরাজয় স্বীকার করে নেয় তখন বুঝতে হবে বিজয় সন্নিকটে।
প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, আপনারা আইনের পথে ফিরে আসুন, লজ্জা পাবেন না। আপনারা প্রতিশ্রুতি মেনে চললে আমরাও প্রতিশ্রুতিতে ফিরে যাব। সূত্র : পার্সটুডে।
বিডি-প্ররতিদিন/শফিক