সন্দেহের ভিত্তিতে কুড়াল দিয়ে কুপিয়ে চাকরিজীবী স্ত্রীর হাত-পা বিচ্ছিন্ন করে দিলেন স্বামী। চাকরি সূত্রে বাইরে থাকতেন স্ত্রী। তবে স্বামী সন্দেহ করেছিলেন স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। ছুটিতে বাড়ি ফেরার পরই এ কাণ্ড ঘটান স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মার্চ) রাতে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।
দেশটির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রীতম সিংহ সিসৌদিয়া (৩২) একমাত্র সন্তানকে নিয়ে ভোপালের নিশাতপুর থানার হোসঙ্গাবাদের পারশ কলোনিতে থাকতেন। স্ত্রী সঙ্গীতা কর্মসূত্রে থাকতেন ইনদোরে। তিনি একটি কারখানার তত্ত্বাবধায়কের পদে কাজ করতেন। বাড়ি ফিরতেন সাপ্তাহিক ছুটিতে। মঙ্গলবার তেমনই ছুটিতে বাড়ি এসেছিলেন সঙ্গীতা। পরে রাত সাড়ে ১১টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় স্বামী তার হাত-পা কেটে ফেলেন।
ওই নারীর স্বামী প্রীতম সিংহ সিসৌদিয়াকে আটক করে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বেশ সঙ্কটাপন্ন। তার হাত এবং পা জোড়া দেওয়া যাবে কিনা, সে ব্যাপারে চিকিৎসকরা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার