ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও তিনশ' ইহুদিকে ইথিওপিয়া থেকে ফেরালো ইহুদিবাদী ইসরায়েল। জানা গেছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরিমধ্যে ইসরায়েল পৌঁছেছে।
অভিযোগ রয়েছে, ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এ নিয়ে ইথিওপিয়া থেকে দুই হাজার ইহুদিকে ইসরাইলে আনা হলো। তাদের নানা ধরণের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ফিরিয়েছে ইসরায়েল।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক