ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, বিশ্বের যে কাউকে শক্তিশালী ইরানি জাতির সঙ্গে যুক্তির ভাষায় কথা বলতে হবে।
তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইরানি জনগণের সঙ্গে শক্তির ভাষায় কথা বললে কোনো কাজ হবে না বরং তাকে ইরানি জাতির সঙ্গে যুক্তির ভাষায় কথা বলতে হবে।
ইরানের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরও বলেন, আমেরিকা যতদিন হুমকি দেবে ও শক্তিমত্তা প্রদর্শন করবে ততদিন তার সঙ্গে কোনো আলোচনা হবে না।
ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী বলেন, মার্কিন সরকারকে আগে নিজ দেশের জনগণের সঙ্গে আলোচনায় মনোনিবেশ করতে হবে; কারণ আমেরিকার জনগণ এখন চরম দ্বিধাবিভক্ত। ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা তার ‘শেষ নিঃশ্বাসগুলো’ গ্রহণ করছে বলেও আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।
সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ