ভারতে বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে আরও তিনটি রাফায়েল যুদ্ধবিমান। আজ সন্ধ্যা নাগাদ দেশটির গুজরাটে রাফায়েল জেটগুলো ল্যান্ড করতে চলেছে।
জানা গেছে, ফ্রান্স থেকে যাত্রা শুরু করার পর সংযুক্ত আরব আমিরাতের মাঝ আকাশেই রিফুয়েলিং করে উড়ে আসবে ভারতীয় বিমান বাহিনীর এই যুদ্ধবিমানগুলো।
এর মধ্যে দিয়ে ভারতের বিমানবাহিনীতে রাফায়েলের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪ টিতে। ফলে সামরিক দিক থেকে আরও শক্তিশালী হচ্ছে ভারত।
উল্লেখ্য, রাফায়েল বিমানের কিছু বিশেষ বিশেষত্ব রয়েছে। এই যুদ্ধবিমানে একবার জ্বালানী ভরা হলে এটি ১০ ঘণ্টা একটানা হাওয়ায় উড়তে পারে।
এছাড়া উড়তে উড়তেও জ্বালানী ভরতে পারে এই শক্তিশালী যুদ্ধবিমান। রাফালে সর্বাধিক গতি রয়েছে ২১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক