মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচিকে আদালতে তুলল সেনাসরকার। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি ধারায় একাধিক মামলা করা হয়েছে।
জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা থানায় বসে তার সঙ্গে প্রথম বার ভিডিও বৈঠক করেন তার আইনজীবীরা। তার পরে তারা জানান, দু’মাস আটক থাকা সত্ত্বেও ৭৫ বছর বয়সি সুচি-কে সুস্থই লাগছিল।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোররাত থেকে কোনও গোপন জায়গায় আটক করে রাখা হয়েছে নোবেলজয়ী নেত্রীকে। মিয়ানমারে অভুত্থানের পর থেকে অন্তত ৫২৫ জন নিহত হয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/শফিক