১৩ এপ্রিল, ২০২১ ১০:২৫

প্যারিসে হাসপাতালের বাইরে গোলাগুলি, নিহত ১

অনলাইন ডেস্ক

প্যারিসে হাসপাতালের বাইরে গোলাগুলি, নিহত ১

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩৩ বছর বয়সী এক পুরুষ প্রাণ হারিয়েছেন। তার মাথায় বেশ কয়েকবার গুলি করা হয়েছে। এ ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ১২ এপ্রিল সিএনএন ও স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে। 

গুলিতে ৩৩ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। তিনি হাসপাতালের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত পুরুষের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।

প্যারিসের হেনরি ডুনান্ট হাসপাতালের বাইরে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটি করোনার টিকাদান কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, তাদের ধারণা ইচ্ছে করেই গুলি চালিয়েছেন ওই হামলাকারী। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর