শিরোনাম
১৬ এপ্রিল, ২০২১ ২১:০০

‘সম্মতি থাকলেও ১৫ বছরের কম বয়সীর সঙ্গে সম্পর্ক অপরাধ’

অনলাইন ডেস্ক

‘সম্মতি থাকলেও ১৫ বছরের কম বয়সীর সঙ্গে সম্পর্ক অপরাধ’

প্রতীকী ছবি

এবার শিশুনিপীড়নের বিরুদ্ধে কড়া আইন চালু করলো ফ্রান্স। বলা হয়েছে, ১৫ বছরের নীচে কোনও কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক এবার থেকে ধর্ষণ বলে গণ্য হবে সে দেশে। কোনও ভাবেই অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে স্বাভাবিক বলতে পারবে না, এটা অপরাধ। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, এত দিন ফ্রান্সে নারীদের ক্ষেত্রে সম্মতিসূচক সম্পর্কে বয়স ছিল ১৫ বছর। কিন্তু সে ক্ষেত্রে যদি ১৫ বছরের ছোট কোনও মেয়ে ধর্ষণের শিকার হত, তা হলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সম্পর্ক প্রমাণ করার চেষ্টা করতে পারতেন। তবে নতুন এই আইনের ফলে তা আর কোনও ভাবেই সম্ভব নয়।

ফরাসি সরকারের এই আইনে, ১৫ বছরের থেকে ছোট কিশোরীর সঙ্গে সম্পর্ক স্থাপন অপরাধ হিসাবেই গণ্য হবে এবং দোষীকে সর্বোচ্চ ২০ বছরের কারাবাস হবে। এই আইন পাশ হওয়ার পর বৃহস্পতিবার সে দেশের আইনমন্ত্রী এরিক মোরেট্টি এটাকে তাদের সমাজব্যবস্থা এবং শিশুদের জন্য ‘ঐতিহাসিক আইন’ বলে উল্লেখ করেছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর