কৃষ্ণাঙ্গ নারী স্টেসি এ. ডিক্সনকে গোয়েন্দা বাহিনীর উচ্চপদে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেট থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত হলে স্টেসিই হবেন গোয়েন্দা বাহিনীতে সর্বোচ্চ পদাধিকারী নারী। গতকাল বুধবার হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে স্টেসির মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গোয়েন্দা প্রযুক্তি বিশেষজ্ঞ স্টেসিকে ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স কার্যালয়ে প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টরের পদে মনোনয়ন দিয়েছেন বাইডেন।
২০১৯ সালে স্টেসি ন্যাশনাল জিওস্প্যাসিয়াল-ইনটেলিজেন্স এজেন্সিতে অষ্টম ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ন্যাশনাল ইনটেলিজেন্সের ডিরেক্টর এভিল ডি. হেইন্স বলেছেন, স্টেসির গোয়েন্দা বাহিনীর কার্যক্রম বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে। তিনি গোয়েন্দা বাহিনীর জটিল কাজগুলো সম্পর্কেও ওয়াকিবহাল।
বিডি প্রতিদিন/ফারজানা