২৪ দিন অনশন ভাঙলেন রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি। শুক্রবার খাবার গ্রহণে সম্মত হন দেশটিরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সমালোচক। অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করেন।
গত ৩১ মার্চ থেকে আরও ভালো চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেন নাভালনি।
ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দুবার দেখে গেছেন। অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি। এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও জানান তিনি।
এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরও অনশন তার গুরুতর ক্ষতি করবে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।
গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ