মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ বলেছেন, আমি ভালো আছি। শনিবার তার পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় রয়টার্স। তার ওপর বোমা হামলার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন আরও দুজনকে খুঁজছে পুলিশ।
শুক্রবার তিনটি সফল অস্ত্রোপচারের পর তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। নাশিদের ছোট ভাই ইব্রাহিম নাশিদ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘তার শারীরিক উন্নতিতে চিকিৎসকরা আশান্বিত। তাকে লাইফসাপোর্ট থেকে বের করে আনা হয়েছে, তিনি নিজে নিজে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন।
বৃহস্পতিবার তার গাড়িতে বোমা হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। এরপর তার জীবন বাঁচাতে ১৬ ঘণ্টা ধরে দেহের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়।
দেশটির নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ