৯ মে, ২০২১ ২২:০৯

রাশিয়া ভীতি ছড়ানোর পরিণতির বিষয়ে কঠিন হুঁশিয়ারি পুতিনের

অনলাইন ডেস্ক

রাশিয়া ভীতি ছড়ানোর পরিণতির বিষয়ে কঠিন হুঁশিয়ারি পুতিনের

রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেওয়ার পরিণতির বিষয়ে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তার দেশ সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে। এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। রুশ জনগণ যাতে অনিরাপদবোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার।

আজ রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বড় ধরণের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ ও আমেরিকার যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে তখন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া। অবশ্য গত বছর করোনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এ বছরও করোনা মহামারি রয়েছে, তবে তারিখ পেছানোর প্রয়োজন মনে করেনি মস্কো। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর