১৩ মে, ২০২১ ১৬:২০

ঈদের দিনেও ইসরায়েলি হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত বেড়ে ৬৯

অনলাইন ডেস্ক

ঈদের দিনেও ইসরায়েলি হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত বেড়ে ৬৯

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনেও আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। পবিত্র উৎসবের এই দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলায় ১৭ শিশু ও আট অন্তঃসত্ত্বা-নারী সহ এখন পর্যন্ত নিহত হয়েছে ৬৯ জন। খবর আল-জাজিরার।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার শিকার হয়। সেখানে বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে আকাশ থেকে। এতে গাজার আরেকটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া উপত্যকার রাফাহ শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, অব্যাহত হামলায় ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। নতুন করে আরও একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গাজায় তিনটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এতে নিহতের সংখ্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর