১৩ মে, ২০২১ ২০:০০

গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহত বেড়ে ৮৩

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহত বেড়ে ৮৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭ শিশুও রয়েছে। গাজায় বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

আজ বৃহস্পতিবার এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর পালন করেন ফিলিস্তিনের মানুষ। ঈদের দিনও অনেক ফিলিস্তিনির ঘুম ভেঙেছে বোমার শব্দে।

পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে গত সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, চার দিন ধরে ইসরায়েলি হামলায় ১৭ শিশুসহ ৮৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৮০ জনেরও বেশি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর