গাজা উপত্যকায় গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে সিরিয়া থেকে পাল্টা রকেট হামলা চালানো হয়েছে।
এর আগে ইসরায়েলে দেড় সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। এছাড়াও বৃহস্পতিবার ইসরায়েলের উপর দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে।
শুক্রবার সিরিয়ার দিক থেকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ওই হামলায় কোনো হতাহত বা ইসরায়েলের কোনো স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায়নি। রকেটগুলোর দুটি গোলান মালভূমি অতিক্রম করতে পারেনি। সেখানে খোলা জায়গায় পতিত হয়েছে। অন্যটিও সিরিয়া সীমান্ত অতিক্রম করতে পারেনি। তার আগেই ভূমিতে পতিত হয়েছে।
এই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালাতে পারে।
ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলাও অব্যাহত রয়েছে। শুক্রবার সকালের দিকে আশকেলন শহরে তাদের রকেট আঘাত হেনেছে। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন স্থানে শত শত রকেট হামলা চালাচ্ছে হামাস।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম হারেজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন