১৬ মে, ২০২১ ২০:৩৮

ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনির মৃত্যু

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা সাত দিন ধরে গাজায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। তবে একদিনের হামলায় এত বেশি সংখ্যক মৃত্যু এই প্রথম।

রবিবার ভোরে গাজায় বোমার সাহায্যে দু’টি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিলে এ প্রাণহানি ঘটে। এসময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। 

এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় ১৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫২ শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

এদিকে, পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখে এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জন নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো স্বীকার করেছে। 

প্রথমে আল-জাররাহ এলাকার মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এবং পরবর্তীতে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর হামলার জের ধরে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরই গাজায় শুরু হয় ইসরায়েলি জঙ্গিবিমানের তাণ্ডব।

সূত্র: পার্সটুডে ও জেরুজালেম পোস্ট

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর