১৮ মে, ২০২১ ০৪:২৮

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলির বর্বর হামলা নিয়ে যা বললেন পোপ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলির বর্বর হামলা নিয়ে যা বললেন পোপ

ফাইল ছবি

গত ১০ মে থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে পশ্চিমতীরসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করছে। গত ৮ দিনে ইসরায়েলিদের হামলায় অন্তত ২১৮ জন ফিলিস্তিনির প্রাণহানি ও আহত হয়েছে পাঁচ হাজার ৬০৪ জন।

এবার এ নিয়ে তীব্র নিন্দা করলেন খ্রিস্টান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। তিনি অবিলম্বে সংঘর্ষ বিরতির আবেদন করেছেন। পোপ বলেন, অন্যের ঘর ভেঙে নিজের ঘর সুরক্ষিত রাখা যায় না। প্রচুর শিশু প্রাণ হারাচ্ছে। এটা প্রমাণ করে, যারা এই কাজ করছে, তারা উন্মাদ। 

পোপ আরও বলেন, মনে রাখবেন, ঈশ্বর প্রত্যেক মানুষকে নিজের হাতে তৈরি করেছেন। তাই এই চরম হানাহানি বন্ধ না হলে তা ঈশ্বরেরই অপমান। অবিলম্বে হিংসা বন্ধ করুন। যারা নিজেদের শক্তিশালী ভাবছে, সময়ের সঙ্গে সঙ্গে তারা ধুলোয় মিশে যাবে। তাই দু’পক্ষকেই শান্তির পথে হাঁটার আবেদন করেন তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর