জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনারা।
মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় জানায়, জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।
দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।
ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে।
গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে।
সূত্র: পার্সটুডে ও আনাদোলু এজেন্সি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন