ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। এই ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনে এবার বিশেষ নজর কেড়েছে দেশটির স্বাধীনতাকামী সামরিক বাহিনী হামাস। সমীক্ষা অনুযায়ী, হামাসের হাতেও অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র ও অস্ত্রের খবর পাওয়া গেছে।
জানা গেছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে। হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু না বলা হলেও ইসরায়েলি বাহিনী তা প্রকাশ করেছে।
দখলদার ইসরায়েল দাবি করছে, তারা বিমান হামলা চালিয়ে হামাসের একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস ও সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল, তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে।
ইসরায়েলি বিমানের এক ভিডিওতে দেখা যায়, তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিনটিকে গুঁড়িয়ে দেয় এবং উত্তর গাজার টাওয়ার ব্লকের কাছের অগভীর পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।
আকাশ থেকে নেয়া আরেক ছবিতে দেখা যায়, একটি গাড়িকে শনাক্ত করে তাতে আঘাত হানা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, 'জঙ্গিরা' এই গাড়ি থেকেই স্বয়ংক্রিয় সাবমেরিনটি পরিচালনা করছিল। সূত্র : দ্য সান।
বিডি-প্রতিদিন/শফিক